October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 18th, 2021, 7:31 pm

অলিম্পিকের জন্য ছেলেকে প্রস্তুত করছেন মাধবন

অনলাইন ডেস্ক :

সাধারণত বিনোদন জগতের তারকাদের সন্তানরা বাবা-মার ক্যারিয়ারকেই পেশা হিসেবে বেছে নেন। এ ক্ষেত্রে যদি ব্যতিক্রম হয়, তাহলে ব্যবসার দিকেই পা বাড়ায় স্টার কিডরা। কিন্তু তাই বলে খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নেওয়া, তাও আবার সুইমিং! বলিউড ও দক্ষিণ ভারতে সমানভাবে জনপ্রিয় অভিনেতা আর মাধবন। তার ছেলে ভেদান্ত ভারতের জাতীয় পর্যায়ের সাঁতারু চ্যাম্পিয়ন। তাইতো ছেলেকে অলিম্পিক গেমসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন থ্রি ইডিয়ট তারকা। সেই লক্ষ্যে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভেদান্তকে প্রস্তুত করছেন মাধবন। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারিসহ বিভিন্ন কারণে এই মুহূর্তে অনুশীলন করার জন্য ভারতে ভালো মানের কোনো সুইমিংপুল নেই। তাই মাধবন এবং তার স্ত্রী সারিতা বর্তমানে ছেলে ভেদান্তকে নিয়ে দুবাই রয়েছেন। মাধবন বলেন, ‘করোনার কারণে মুম্বাইয়ে বড় সুইমিংপুল হয় বন্ধ রয়েছে অথবা আমাদের সীমানার বাইরে। আমরা ভেদান্তের সঙ্গে দুবাইতে রয়েছি। এখানে সে বড় সুইমিংপুলে অনুশীলন করার সুযোগ পাচ্ছে। অলিম্পিকের জন্যই সে প্রস্তুতি নিচ্ছে।’ ছেলেকে অভিনেতা বানাতে চান কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কখনোই নয়! আমার স্ত্রী সারিতা এবং আমি সবসময় সন্তানের সিদ্ধান্তের পাশে আছি, সে জীবনে যা হতে চায় তাতেই আমাদের সমর্থন আছে। সে সুইমিং চ্যম্পিয়নশিপ জিতেছে এবং আমাদের গর্বিত করেছে।’