September 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 12th, 2021, 7:52 pm

অলিম্পিকে পদকজয়ী মীরাবাইয়ের স্বপ্ন পূরণ

অনলাইন ডেস্ক :

অলিম্পিকে পদকজয়ের পর আরও একটি স্বপ্ন ছোঁয়া বাকি ছিল ভারতের সাইখম মীরাবাই চানুর। সেই স্বপ্ন পূরণ হয়েছে। চানুর স্বপ্ন ছিল বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে দেখা করার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। মুম্বাইয়ে গিয়ে সালমান খানের সঙ্গে দেখা করেছেন তিনি। শুধু তা-ই নয়, কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গেও দেখা করেছেন চানু। টোকিও অলিম্পিকে ভারোত্তোলনে পদক জিতে কিছুদিন আগে ভারতে ফিরেছেন মীরাবাই চানু। নারীদের ৪৯ কেজি বিভাগে অলিম্পিক ভারোত্তোলনে ভারতের প্রথম রুপাজয়ী তিনি। বলিউড ভাইজানের দেখা পেয়ে আনন্দে আত্মহারা চানু। তাঁর সঙ্গে ছবি তুলেছেন। সেই ছবি শেয়ার করেছেন স্বয়ং সালমান খান। টুইট করেছেন চানুও। চানু লিখেছেন, ‘অনেক ধন্যবাদ সালমান খান স্যার। আমি আপনার বড় ভক্ত। আপনার সঙ্গে দেখা করে মনে হচ্ছে স্বপ্ন সত্য হলো।’ মীরাবাই চানুর সাফল্য কামনা করে টুইট করেছেন সালমান খান ও শচীন টেন্ডুলকার।