May 28, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 1st, 2021, 8:10 pm

অলিম্পিকে সোনা জয় করলেন বেনসিচ

অনলাইন ডেস্ক :

টোকিও অলিম্পিকে সুইসদের সবচেয়ে বেশি আশা ছিল যার কাছে, সেই রজার ফেদেরার অংশগ্রহণই করেননি। এরপর টেনিসে পদক পাওয়ার ব্যাপারে যার দিকে তাকিয়ে ছিল সুইৎজারল্যান্ড, সেই স্ট্যানিসলাস ওয়াওরিঙ্কাও টোকিওতে যাননি। তাদের অনুপস্থিতিতে সুইসদের মুখে হাসি ফোটালেন বেলিন্দা বেনসিচ। বিশ্বের ১২ নম্বর বেনসিচ অলিম্পিকে মেয়েদের সিঙ্গলসে দেশকে সোনা উপহার দিয়েছেন। বেনসিচ যাকে আদর্শ মেনে বেড়ে উঠেছেন, সেই ‘সুইস মিস’ মার্টিনা হিঙ্গিসকেও অলিম্পিকে শুধু ডাবলসে রুপি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। চ্যাম্পিয়ন হয়ে বেনসিচ তার সোনা উৎসর্গ করেছেন ফেদেরার এবং হিঙ্গিসকে। ম্যাচের আগে ফেদেরারের একটা বার্তাই তাকে উদ্বুদ্ধ করেছিল বলে জানিয়েছেন বেনসিচ। তিনি বলেন, ‘আমাদের দেশের টেনিসের জন্য তারা যা করেছেন, সেটার ধারেকাছে পৌঁছতে পারব কিনা জানিনা। আমার এই অর্জন তাদেরকেই উৎসর্গ করলাম।’ ফেদেরারের বার্তা পাঠানো নিয়ে বেনসিচ বলেন, ‘উনি আমাকে ম্যাসেজ করেছিলেন। বলেছিলেন, স্বপ্ন পূরণের জন্য এর চেয়ে বড় সুযোগ আমার কাছে আর আসবে না। ঠিকই বলেছিলেন। ওঁর কথা মাথায় রেখেই আমি সোনা জিততে পেরেছি। উনি সব সুইস খেলোয়াড়দেরই মানসিকভাবে উদ্বুগ্ধ করে থাকেন।’