October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 17th, 2023, 7:50 pm

‘অশ্লীল’ ছবি নিয়ে মুখ খুললেন জিনাত

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী জিনাত আমান। ১৯৭০ সালে বলিউডে তার অভিষেক ঘটে। ১৯৭৭ সালে তার অভিনীত ‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমাটি মুক্তি পায়। এ সিনেমার শুটিংয়ের আগে তার বেশ কিছু ছবির বিরুদ্ধে ‘অশ্লীলতার’ অভিযোগ উঠেছিল। এ সিনেমার রূপা চরিত্রের বিরুদ্ধেও একই অভিযোগ তোলা হয়। শুধু অভিযোগ নয়, তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন সত্তর দশকের সাহসী এই অভিনেত্রী। জিনাত আমান সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট খুলেছেন। তাতে ‘অশ্লীল’ এই ছবি শেয়ার করে ৪৬ বছর আগের বিতর্কিত ঘটনার পেছনের গল্প বলেছেন। পাশাপাশি নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি। লেখার শুরুতে জিনাত আমান বলেন- ‘‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমার লুক টেস্টের জন্য এই ছবি তুলেছিলেন জে. পি. সিংহল। ১৯৭৭ সালের দিকে আর কে স্টুডিওতে এই ফটোশুট করা হয়েছিল। কস্টিউম ডিজাইন করেছিলেন অস্কার জয়ী ভানু আথাইয়া।’’ এ ছবি প্রকাশ্যে আসার পর অশ্লীলতার অভিযোগে বিতর্কের মুখে পড়েন জিনাত আমান। তা স্মরণ করে এই অভিনেত্রী বলেন, ‘যারা বলিউডের ইতিহাস সম্পর্কে জ্ঞাত, তারা জানেন যে, ‘সত্যম শিবম সুন্দরম’ সিনেমায় আমার রূপা চরিত্র নিয়ে দারুণ বিতর্ক তৈরি হয়েছিল। এ ছবির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠেছিল। কিন্তু বিষয়টি নিয়ে আমি খুব আনন্দ পেয়েছিলাম। কারণ আমি মানুষের শরীরে কোনো অশ্লীলতা খুঁজে পাই না।’’ ‘পরিচালকের চাহিদা অনুযায়ী, এটি আমার কাজেরই অংশ ছিল। এ সিনেমার গল্পে রূপার যৌনক্ষুধা চরিতার্থ করা মূল বিষয় ছিল না। বরং এটি একটি অংশ ছিল মাত্র। জনমানবহীন কোনো সেটে এটি করা হয়নি। প্রত্যেক পদক্ষেপের জন্য কোরিওগ্রাফ করা হয়, রিহার্সেল হয় এবং কয়েক ডজন ক্রু সদস্যদের সামনে পারফর্ম করতে হয়।’ বলেন জিনাত আমান। জিনাত আমানের এই ছবি তখন দারুণভাবে নজর কেড়েছিল। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘পরিচালক রাজ কাপুর সিনেমাটির জন্য আমাকে নির্বাচন করেছিলেন। কিন্তু আমার ওয়েস্টার্ন ইমেজ নিয়ে চিন্তিত ছিলেন। তিনি নিশ্চিত ছিলেন না এই লুকে দর্শক আমাকে গ্রহণ করবেন কিনা। এ কারণে লুক টেস্টের জন্য এই ফটোশুট করান। এই লুক টেস্টের উপর নির্ভর করে আমরা লতা জির (লতা মঙ্গেশকর) বিখ্যাত গানের শুট করি। আর কে স্টুডিওতে রাজ কাপুর এর প্রদর্শনী করেন; যাতে পরিবেশকরা আমার লুক দেখে প্রতিক্রিয়া জানাতে পারেন। প্রথম প্রদর্শনীর পর খুব দ্রুত সিনেমাটির সমস্ত স্বত্ব বিক্রি হয়ে যায়।’