October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 5th, 2023, 8:43 pm

অসুস্থ আফগানিস্তানের ৭৭ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের দুটি বিদ্যালয়ের অন্তত ৭৭ শিক্ষার্থী বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। খবর ফক্স নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ও গত রোববার দেশটির উত্তরাঞ্চলের সার-ই-পুল প্রদেশে এ ঘটনা ঘটে। প্রাদেশিক শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ রহমানি বলেন, সাংচরক জেলার প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণির মেয়ে শিক্ষার্থীদের বিষ প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে নাসওয়ান-ই-কাবোদ আব স্কুলের ৬০ শিক্ষার্থী এবং নাসওয়ান-ই-ফৈজাবাদ স্কুলের ১৭ শিক্ষার্থী রয়েছে। মোহাম্মদ রহমানি বলেন, দুটি স্কুলের অবস্থানই খুব কাছাকাছি। সব শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা এখন ভালো আছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কীভাবে শিক্ষার্থীদের বিষ প্রয়োগ করা হয়েছে এবং তাদের কী ক্ষতি হয়েছে সে সম্পর্কে রহমানি কোনো তথ্য জানাননি। তবে তিনি বলেছেন, শিক্ষা বিভাগের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে যে, কেউ তৃতীয় পক্ষকে অর্থের প্রলোভন দেখিয়ে এই কাজ করিয়েছে। ২০২১ সালের আগস্টে তালেবানের ক্ষমতায় আসার পর এ ধরনের আক্রমণ এই প্রথম। ক্ষমতায় আসার পর আফগানিস্তানে মেয়েদের পড়াশোনা নিষিদ্ধ করেছে তালেবান সরকার। এ ছাড়া মেয়েদের চাকরিসহ বিভিন্ন স্থানে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।