অনলাইন ডেস্ক :
অস্কার জয়ী পরিচালক স্যাম মেন্ডেসের নতুন ডকুমেন্টরিতে থাকছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। যেখানে এই অল-রাউন্ডারের অ্যাকশনে ভরা ক্রিকেট ক্যারিয়ারের উথান-পতনকে ফোকাস করা হয়েছে। জো রুটের উত্তরসূরি হিসেবে গত মাসে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব পান স্টোকস। প্রাইম ভিডিওর ‘বেন স্টোকস : ফিনিক্স ফ্রম দ্য অ্যাশেজ’-এ অভিনয় করবেন এই অল-রাউন্ডার। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ম্যাচ সেরা পারফরমেন্স এবং পরের মাসে হেডিংলিতে অ্যাশেজ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরিতে এক উইকেটের অসাধারণ জয়ের ব্যাপারে কথা বলবেন স্টোকস। ছবিতে স্টোকসের মাঠের বাইরের জীবন নিয়ে আলোচনা করা হবে। যার মধ্যে থাকছে মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলির সাথে লড়াই এবং ২০১৭ সালে গভীর রাতে একটি নাইটক্লাবের বাইরে মারামারির ঘটনাও। যে ঘটনা তার ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলেছিল। স্টোকস জানান, তার চরিত্রের অন্য দিক তুলে ধরাই ডকুমেন্টারিটির মূল উদ্দেশ্য, ‘আমি একটি বিষয় তুলে ধরার জন্য চেষ্টা করতে চাই। সেটা হলো- টিভিতে দর্শক আমাদের যা করতে দেখে সেটা সহজ নয়, বরং বেশ কঠিন। এটিই মানুষের কাছে তুলে ধরতে চাই। মিডিয়ার কিছু দিক আপনাকে একটি নির্দিষ্ট উপায়ে করতে হবে, একটি নির্দিষ্ট উপায়ে আসতে হবে, একটি নির্দিষ্ট পরিমাণ লোককে খুশি করতে হবে। যেখানে আমি মনে করি না যে, আমাকে এটি করতে হবে।’ ১৯৯৯ সালের নিজের প্রথম চলচ্চিত্র ‘আমেরিকান বিউটি’-এর জন্য সেরা পরিচালকের অস্কার জিতেছিলেন ৫৬ বছর বয়সী ইংলিশম্যান মেন্ডেস। ডকুমেন্টারি নিয়ে একসময় ক্লাব ক্রিকেটে খেলা মেন্ডেস বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে আমি সবসময়ই স্টোকসের ভক্ত ছিলাম। আপনি যদি খেলাধুলার সর্বোচ্চ পর্যায়ের প্রেমিক হন, তবে কিভাবে আপনি হতে পারেন না? কিন্তু এখন আমার প্রশংসা ক্রিকেটের সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত হয়েছে। ‘
আরও পড়ুন
বিবর্ণ লিটনের পাশে অধিনায়ক
সেরার লড়াইয়ে বেয়ারস্টো-মিচেল-রুট
বন্দুকধারীর হামলায় ডেনমার্কে শঙ্কিত জামাল