October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 7th, 2023, 8:24 pm

অস্কার পেলেও এখনো পারিশ্রমিক পাননি মাহুত দম্পতি

অনলাইন ডেস্ক :

তামিলনাড়ুর মুদুমালাই অঞ্চলের বাসিন্দা বোমান ও বেলি। হস্তীশাবক রঘুকে মৃত্যুর হাত থেকে বাঁচায় তারা। রঘুকে নতুন জীবনদানই নয়, তাকে লালন-পালন করে বড় করে। রঘুর পরে আরো একটি হস্তীশাবক আসে। হস্তীশাবকদের লালন-পালনে কোনো কমতি রাখেন না তারা। যদিও তাদের জীবনধারণের সামান্য খরচ বহন করতে গিয়ে হিমশিম খেতে হয়। এই মাহুত দম্পতির জীবনযাপনের গল্প নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’। ৯৫তম অস্কার আসরে তথ্যচিত্র শাখায় পুরস্কার পেয়েছে ভারতীয় স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’। এই মাহুত দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন বোমান-বেলি। অস্কার পুরস্কার পাওয়ার পর কেটে গেছে প্রায় ৫ মাস। কিন্তু এখন পর্যন্ত এই দম্পতির পারিশ্রমিক পরিশোধ করেননি নির্মাতা কার্তিকি।

একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বোমান-বেলি দম্পতি বলেন- ‘অস্কার জয়ের পর পাঁচ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আমাদের পারিশ্রমিক দেননি নির্মাতারা। অনেকবার তাদের অনুরোধ করার পরও পাত্তা দেননি।’ শুটিংয়ের সময়ে অর্থের জোগান দিতে ব্যর্থ হন পরিচালক কার্তিকি। পরে তার অনুরোধে বোমান-বেলি নিজেদের সঞ্চিত অর্থ থেকে প্রায় ১ লাখ রুপি খরচ করেন। এ দম্পতির অভিযোগ- ‘কার্তিকি আমাদের কথা দিয়েছিলেন ওই অর্থ যত দ্রুত সম্ভব ফেরত দেবেন। কিন্তু আমরা যখনই ওকে ফোন করি, ও বলে এখন ব্যস্ত, পরে কথা বলব। দিনের পর দিন কেটে গেলো তাও আর ফোন করেনি।’ এদিকে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নিজেদের পারিশ্রমিক না পেয়ে কার্তিকিকে আইনি নোটিশ পাঠিয়েছেন বোমান-বেলি দম্পতি।

চেন্নাইয়ের সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও আইনজীবী প্রবীণ রাজ এ দম্পতিকে এক দশক ধরে চেনেন। সমস্যায় পড়ে বোমান-বেলি তার কাছে গেলে আইনি পথে হাঁটার পরামর্শ দেন তিনি। বোমান-বেলির আইনজীবী হিসেবে কাজ করছেন অ্যাডভোকেট মোহাম্মদ মনসুর। মোহাম্মদ মনসুর পিটিআই-কে বলেন, ‘‘আইনি নোটিশ পাঠিয়েছিলাম। চার দিন আগে উত্তর পেয়েছি। তাতে তারা বলেছেন, ‘আমরা তাদের অর্থ পরিশোধ করে দিয়েছি। আর কোনো অর্থ তাদের দেব না।’ ক্লায়েন্টের (বোমান-বেলির) সঙ্গে কথা বলে আমি আবার নির্মাতাদের কাছে জবাব পাঠাব।’’