October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 13th, 2023, 8:05 pm

অস্ট্রেলিয়ান ক্রিকেটারের নয়া কীর্তি, ছয় বলে ৬ উইকেট

অনলাইন ডেস্ক :

ছয় বলে ৬ উইকেট! ভাবছেন এটাও কি সম্ভব? এই অসম্ভবকেই সম্ভব করেছেন গ্যারেথ মরগান। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট প্রিমিয়ার লিগের তৃতীয় ডিভিশনের ঘটনা এটা। শনিবার কারারা কমিউনিটি সেন্টারে মুখোমুখি হয় মুদগিরাবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাব এবং সারফার্স প্যারাডাইস। ৪০ ওভারের ম্যাচে ১৭৯ রানের লক্ষ্যে নেমে ভালো অবস্থানে ছিল সারফার্স। ৩৯ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা করে ১৭৪ রান। কিন্তু এরপরই ঘটে সেই অভাবনীয় ঘটনা। শেষ ওভারে সারফার্সের জয়ের জন্য প্রয়োজন ছিল পাঁচ রান। হাতে ছিল ৬ উইকেট। সেখানে ছয় বলে ৬ উইকেট তুলে নিয়ে মুদগিরাবা নেরাং অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবকে ম্যাচ জিতিয়েছেন গ্যারেথ মরগান।

প্রথম বলে সেট ব্যাটার জেক গারল্যান্ডকে আউট করেন মরগান। দ্বিতীয় বলে কোন্নর ম্যাথিসন ও তৃতীয় বলে মাইকেল কুর্তিনকে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এ তিন ব্যাটারই ক্যাচ দিয়ে আউট হয়েছেন। চতুর্থ বলে ওয়েড ম্যাকডুগলও ক্যাচ তুলে দেন। আর শেষের দুই বলে রিলে এককার্লস্লেক ও ব্রডি ফ্রেলানকে বোল্ড করে অবিশ্বাস্য এই ঘটনার জন্ম দেন মর্গ্যান।

ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য গোল্ড কোস্ট বুলেটিনে মরগান বলেছেন, ‘এটা অবিশ্বাস্য। ওভারের শুরুতে আম্পায়ার বলেন যে, ম্যাচটা জেতার জন্য আমাকে হ্যাটট্রিক করতে হবে বা অন্য কিছু করতে হবে। যখন সেটা হয়, তখন উনি (আম্পায়ার) শুধু আমার দিকে অপলকে তাকিয়ে থাকেন। পেশাদার ক্রিকেটে এক ওভারে ছয় উইকেট নেওয়ার নজির নেই। পাঁচ উইকেট নিয়েছেন তিনজন। নিউজিল্যান্ডের নিল ওয়াগনার (২০১১), বাংলাদেশের আল-আমিন হোসেন (২০১৩) ও ভারতের অভিমন্যু মিঠুন (২০১৯) নিয়েছেন।