October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 27th, 2023, 8:39 pm

অস্ট্রেলিয়ায় মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২০ সেনা নিহত

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ায় সেনাবাহিনীর মহড়া চলাকালীন একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির ডারউইনের উপকূলে স্থানীয় সময় রোববার (২৭ আগষ্ট) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। হেলিকপ্টারটিতে ২০ জন সেনাসদস্য ছিলেন। অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং তিমুর-লেস্টের সেনারা একযোগে এই যৌথ মহড়া চালাচ্ছে। মহড়া চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের অসপ্রে হেলিকপ্টারটি টিউই দ্বীপপুঞ্জের দূরবর্তী মেলভিল দ্বীপে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার ফলে হতাহতের ঘটনা ঘটতে পারে কারণ কিছু সেনা এখনো নিখোঁজ রয়েছে।

তবে এটি এখনও নিশ্চিত করা হয়নি। হেলিকপ্টারটি বিধ্বস্তের পর মহড়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনী (এডিএফ) এমন তথ্য নিশ্চিত করেছে। এডিএফের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, হেলিকপ্টারটিতে থাকা সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা। মহড়ায় প্রায় আড়াই হাজার সেনা অংশ নিচ্ছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০০ জন, ফিলিপাইনের ১২০ জন, ইন্দোনেশিয়ার ১২০ জন এবং তিমুর লেস্টের ৫০ জন সেনা রয়েছে। সূত্র : দ্য গার্ডিয়ান