October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 15th, 2024, 8:50 pm

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাগদানের ঘোষণা

অনলাইন ডেস্ক :

বাগদানের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গত বুধবার ভ্যালেন্টাইনস ডে-তে জোডি হেডনের সঙ্গে বাগদান সারলেন তিনি। আলবানিজ প্রথম অস্ট্রেলিয়ান নেতা দায়িত্বে থাকাকালীন যার বাগদান হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের একটি সেলফি শেয়ার করে বাগদানের খবরটি প্রকাশ করেছেন স্বয়ং আলবানিজ। ওই ছবির ক্যাপশনে হেডনের সম্মতির ব্যাপারটি জানিয়ে তিনি লিখেছেন: ‘শি সেইড ইয়েস।’ ভ্যালেন্টাইনস ডে-তে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ক্যানবেরার বাসভবন লজে বিশেষভাবে ডিজাইন করা একটি আংটি দিয়ে জোডি হেডনকে প্রপোজ করেছিলেন তিনি। ৪৫ বছর বয়সী হেডনের সঙ্গে ২০২০ সালে মেলবোর্নে একটি বিজনেস ডিনারে ৬০ বছর বয়সী আলবানিজের দেখা হয়েছিল।

নিজেদের বাগদানের বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন এই জুটি। বিবৃতিতে তারা বলেছেন, ‘এই খবরটি আপনার সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা খুবই রোমাঞ্চিত এবং আনন্দিত। আমাদের বাকি জীবন আমরা একসঙ্গে কাটিয়ে দিতে চাই। আমরা অনেক ভাগ্যবান যে একে অপরকে খুঁজে পেয়েছি।’ সংসদের সহকর্মীরাসহ নিউজিল্যান্ডের নেতা ক্রিস্টোফার লাক্সন এবং টিভি শেফ নাইজেলা লসন এই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং লিখেছেন, ‘ভালবাসা একটি সুন্দর জিনিস। আমি আপনাদের জন্য খুব খুশি!’ এর আগে, নিউ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার কারমেল টেবুটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলবানিজ। ২৩ বছর বয়সী নাথান আলবানিজ তাদের সন্তান। ১৯ বছর সংসার করার পর ২০১৯ সালে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়েছিল।