November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 29th, 2021, 7:40 pm

অস্ট্রেলিয়ান গতি তারকাকে কোচ বানাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফট এরইমধ্যে সম্পন্ন হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো কোচ ও অন্যান্য স্টাফও নিয়োগ দেওয়া শুরু করে দিয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে পেস বোলিং কোচ হিসেবে সর্বকালের অন্যতম সেরা গতি-তারকা অস্ট্রেলিয়ার শন টেইটকে নিয়োগ দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিপিএলের সর্বশেষ আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে ছিলেন পল নিক্সন। এবারও তিনিই থাকছেন।
এক নজরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড:
দেশি: নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী ও নাঈম ইসলাম।
বিদেশি: বেনি হাওয়েল (ইংল্যান্ড), কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), উইল জ্যাকস (ইংল্যান্ড), চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ) ও রায়াদ এমরিট (ওয়েস্ট ইন্ডিজ)।