December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 10th, 2022, 8:23 pm

অস্ট্রেলিয়ান মেডিব্যাংক : তথ্যফাঁস বন্ধে এক কোটি ডলার চাইলেন হ্যাকাররা

অনলাইন ডেস্ক :

অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান মেডিব্যাংকের সব তথ্য হ্যাক করার বিপরীতে বিপরীতে ১ কোটি ডলার চাঁদা চেয়েছেন হ্যাকাররা। তবে, কোনো ধরনের চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে ডার্ক ওয়েবে দেওয়া একটি ম্যাসেজে ওই পরিমাণ চাঁদা দাবি করা হয়। জানা যায়, এরইমধ্যে মেডিব্যাংকের গুরুত্বপূর্ণ তথ্য সংবলিত কয়েকটি নথি প্রকাশ করেছেন হ্যাকাররা। এখন তারা এ স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে মাদকাসক্তি, মানসিক স্বাস্থ্য ও এইচআইভির সেবা নেওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের দাবি, হ্যাক করা তথ্যগুলো প্রকাশ করতে হ্যাকাররা যে ডার্ক ওয়েব ফোরামটি ব্যবহার করছেন, সেটি রুশ গ্রুপ আরএভিলের (জঊারষ) সঙ্গে সম্পর্কযুক্ত। যদিও রুশ কর্তৃপক্ষ বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে তারা এ বছরের শুরুতেই এ গ্রুপটি বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) মেডিব্যাঙ্কের প্রধান নির্বাহী (সিইও) ডেভিড কজকার গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, এ ধরনের কাজ পুরোপুরি অসম্মানজনক। অর্থোপার্জনের জন্য সমাজের সব থেকে দুর্বল মানুষদের (শারিরীক ও মানসিক রোগী) ব্যক্তিগত তথ্যের ওপর এমন হামলা নিঃসন্দেহে অমানবিক ও জঘন্য। ‘আমরা আমাদের গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছি। এমনকি, ডার্ক ওয়েবে যেসব গ্রাহকের তথ্য ফাঁস করা হয়েছে, তাদের সঙ্গে আমরা ভবিষ্যতেও যোগাযোগ চালিয়ে যাবো।’ সাইবার বিশেষজ্ঞদের যেসব পরামর্শের কথা উল্লেখ করে ড্যাভিড কজকার বলেন, হ্যাকারদের দাবি করা চাঁদা দেওয়া হলেও গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ফেরত দেওয়া হবে কিংবা তা প্রকাশ করা হবে না, এমন কোনো নিশ্চয়তা নেই। ‘মুক্তিপণ দেওয়া হলে হ্যাকাররা এসব কাজে আরও বেশি উৎসাহিত হবেন ও গ্রাহকদের ব্যক্তিগতভাবেও হয়রানি করতে পারেন। আমাদের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। গ্রাহকরা অন্যান্য সময়ের মতোই স্বাস্থ্যসেবা পাচ্ছেন, তবে তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।’ এ হ্যাকিং তদন্তের দায়িত্ব পাওয়া অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ বলছে, বিনা অনুমতিতে কারও তথ্য বা তথ্যগুচ্ছে প্রবেশ করা ও সেখান থেকে কিছু ডাউনলোড করাও সন্ত্রাসী অপরাধ। গত বুধবার পার্লামেন্টে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল বলেন, এ জঘন্য কাজের নেপথ্যে থাকা ব্যক্তিদের প্রতি আমার মনে যে ঘৃণাবোধ জমেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এ ধরনের কাজ অস্ট্রেলিয়ার মতো দেশে কোনোভাবেই কাম্য নয়। গত মাসে মেডিব্যাংকের সাইবার হাব হ্যাক হওয়ার বিষয়টি প্রথম প্রকাশ পায়। দেশটির ইতিহাসে এটিই সবচেয়ে বড় সাইবার হামলা, যা পুরো অস্ট্রেলিয়াকে উদ্বিগ্ন করে তুলেছে। অস্ট্রেলিয়ান সাইবার সিকিউরিটি সেন্টারের প্রধান অ্যাবিগেল ব্র্যাডশ বলেন, সম্প্রতি অস্ট্রেলিয়ায় সাইবার নিরাপত্তার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। ২০২১ থেকে ২০২২ সালে প্রতি সাত মিনিটে আমরা একটি করে সাইবার হামলার শিকার হচ্ছি।