October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 5th, 2022, 7:58 pm

অস্ট্রেলিয়ার কোচের পদ ছাড়লেন ল্যাঙ্গার

অনলাইন ডেস্ক :

চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী জুনে। এখন চলছিল চুক্তি নবায়ন করার দেন-দরবার। জাস্টিন ল্যাঙ্গারের চাওয়া ছিল দীর্ঘমেয়াদের চুক্তি, কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ইচ্ছে স্বল্প সময়ের। দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় চুক্তি নবায়ন তো দূরে থাক, বর্তমান মেয়াদ পূর্ণ হওয়ার আগেই অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ল্যাঙ্গার। অনেক আলোচনা, অনেক বির্তক, অনেক জলঘোলার পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধ্যায় আপাতত শেষ হলো সাবেক এই ওপেনারের। তার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ডিএসইজি এক বিবৃতিতে প্রথম ঘোষণা দেয় ল্যাঙ্গারের দায়িত্ব ছাড়ার। সিএ’র সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে কোনও সমাধান না আসায় এই সিদ্ধান্ত তার। তার ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডিএসইজি নিশ্চিত করছে, আমাদের মক্কেল জাস্টিন ল্যাঙ্গার গতকাল শনিবার সকালে অস্ট্রেলিয়ার ছেলেদের ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। গত সন্ধ্যায় ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত এসেছে। তার পদত্যাগ এখন থেকেই কার্যকর।’ ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি পরে নিশ্চিত করেছেন, ল্যাঙ্গারকে ছয় মাসের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। যার মধ্যে ছিল সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু সাবেক এই ব্যাটার দীর্ঘমেয়াদে চুক্তি করতে চেয়েছিলেন। সমঝোতায় পৌঁছাতে না পারায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বড় ব্যবধানে অ্যাশেজ জেতার পরও অস্ট্রেলিয়ার ক্রিকেটে শেষ হয়ে গেলো ল্যাঙ্গার অধ্যায়। ল্যাঙ্গারের ম্যানেজার জেমস হেন্ডারসন, যিনি রিকি পন্টিং, টিম পেইন ও ক্যামেরন গ্রিনেরও ম্যানেজার, পরে টুইট করে অবস্থান তুলে ধরেছেন, ‘খেলোয়াড় হিসেবে জাস্টিন ৫-০ ব্যবধানে অ্যাশেজ জিতে অবসরে গিয়েছিলেন। আর এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ জিতে কোচের পদ ছাড়লেন।’ ল্যাঙ্গারের পক্ষ থেকে তার প্রতিনিধিরা বিষয়টি নিশ্চিত করলেও ক্রিকেট অস্ট্রেলিয়া কয়েক ঘণ্টা নীরব ছিল। অবশেষে এক বিবৃতিতে তারাও নিশ্চিত করে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া ছেলেদের ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গারের পদত্যাগপত্র গ্রহণ করেছে। আমরা তা হাতে পেয়েছি। ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য তাকে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। দুঃখজনক হলো, তিনি প্রস্তাবটি গ্রহণ করেননি।’ ল্যাঙ্গারের পদত্যাগে অন্তর্বর্তী কোচ হিসেবে অস্ট্রেলিয়া দলের দায়িত্ব সামলাবেন তার সহকারী অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ম্যাকডোনাল্ড প্রথমবার কাজ করবেন প্রধান কোচের ভূমিকায়। ল্যাঙ্গারের এভাবে পদত্যাগ অবশ্য হঠাৎ করে আসা কোনও সিদ্ধান্ত নয়। অস্ট্রেলিয়ান ক্রিকেটে তার অধ্যায় আরও আগেই শেষ হতে পারতো। দলের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন অনেক আগে থেকেই। মূল বিষয়টি হলো, ল্যাঙ্গারের কোচিং ধরন ও ড্রেসিং রুম সামলানোর পদ্ধতি মোটেও পছন্দ ছিল না সিনিয়র ক্রিকেটারদের। এ নিয়ে তারা বোর্ডের সঙ্গে কথাও বলেছিলেন। পরবর্তীতে কয়েক দফা জুম মিটিংয়ে ল্যাঙ্গার তার কোচিং ধরনে পরিবর্তন আনা ও খেলোয়াড়দের ‘রিল্যাক্স’ হয়ে সব কিছু করার ব্যাপারে সম্মত হন। যদিও খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন কতটা মিটেছিল, তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। কারণ ল্যাঙ্গার দীর্ঘমেয়োদে চুক্তি করতে চাইলেও ক্রিকেট অস্ট্রেলিয়া মাত্র ছয় মাসের চুক্তির প্রস্তাব করেছিল। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকার কারণেই হয়তো এই প্রস্তাবটা দেওয়া হয়েছিল। না হলে সেটাও হয়তো বোর্ড থেকে দেওয়া হতো না বলে অনেকের ধারণা!