September 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 24th, 2022, 7:55 pm

অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্বে ভেট্টরি

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের সাবেক স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি এবার অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (২৪ মে) আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডকে সাহায্য করবেন এই সাবেক নিউজিল্যান্ড গ্রেট। যিনি বিশাল অংকের অর্থের বিনিময়ে বাংলাদেশে ১০০ কর্মদিবস স্পিন পরামর্শক হিসেবে কাজ করেছেন। ম্যাকডোনাল্ডের সঙ্গে ভেট্টোরির বন্ধুত্ব অনেক আগে থেকেই। আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে দুজন একসঙ্গে কাজ করেছেন। ভেট্টোরি ব্যাঙ্গালোরে খেলার পাশাপাশি কোচও ছিলেন। পুরনো সেই জুটিই আবার অস্ট্রেলিয়া দলে দেখা যাবে। নতুন দায়িত্ব নিয়ে ভেট্টরি বলেছেন, ‘খুব শক্তিশালী এবং ঐক্যবদ্ধ একটা দল আমার হাতে রয়েছে। আশা করি আমরা সাফল্য পাব।’জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করার পর সহকারী কোচ ম্যাকডোনাল্ডকেই কোচ বানিয়েছে অস্ট্রেলিয়া। ফলে সহকারী কোচের পদটি ফাঁকাই ছিল। সেই জায়গা পূরণ করলেন ভেট্টোরি। নিউজিল্যান্ডের হয়ে ১১৩টি টেস্ট এবং ২৯৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ায় যোগ দিলেও তিনি ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টে বার্মিংহ্যাম ফিনিক্সেও কোচ হিসেবে কাজ করবেন।