October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 24th, 2021, 8:05 pm

অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

অস্ট্রেলিয়ায় ২০২২ সালে অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে চলমান সুপার টুয়েলভে নিশ্চিত করায় আগামী বিশ্বকাপে বাছাই পর্ব খেলতে হচ্ছে না বাংলাদেশকে। বাংলাদেশের সঙ্গে সরাসরি আগামী বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে শ্রীলংকা, স্কটল্যান্ড ও নামিবিয়া। প্রথমবারের মত এবারের বিশ্বকাপে খেলতে নেমেছিলো নামিবিয়া। বাছাই পর্বে গ্রুপ ‘এ’ থেকে রানার্স-আপ হয়ে সুপার টুয়েলভে ওঠে। ফলে অস্ট্রেলিয়া বিশ্বকাপেও দেখা যাবে নামিবিয়াকে। ১৬ দলের বিশ্বকাপে বাংলাদেশ, শ্রীলংকা ও স্কটল্যান্ডের সাথে সুপার টুয়েলভ নিশ্চিত করে তারা। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে ২০২২ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে। কারণ এবারের বিশ্বকাপে র‌্যাংকিং অনুযায়ী সেরা আটে ছিলো তারা। অস্ট্রেলিয়ায় ২০২০ সালে হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে সেটি পিছিয়ে ২০২২ সালে হবে। ২০২২ সালের শুরুতে দু’টি কোয়ালিফাইং টুর্নামেন্ট থেকে বাকি চারটি স্থান পাঁচটি অঞ্চল থেকে সেরা দলদের যোগ্যতার মাধ্যমে নেয়া হবে। আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি বলেন, ‘আমরা ইতোমধ্যেই পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে কিছু দুর্দান্ত প্রতিযোগিতামূলক ক্রিকেট দেখেছি। যেখানে বাংলাদেশ, নামিবিয়া, স্কটল্যান্ড এবং শ্রীলংকা সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। যার স্বীকৃতি হিসেবে ২০২২ সালে অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য জায়গা করে নিয়েছে।’