November 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 8th, 2022, 8:21 pm

অস্ত্রোপচারের পর বিশ্রামে পড়শী

অনলাইন ডেস্ক :

গান গাওয়া তো পরের কথা, গত প্রায় ১০ দিন ধরে পুরোপুরি কথাও বলতে পারছেন না গায়িকা পড়শী! কারণ, গত ২৯ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মুখের ভেতর জটিল অস্ত্রোপচার হয়। বিষয়টি জানালেন পড়শীর মা। অস্ত্রোপচারের পর থেকে পড়শী নিজ বাসাতেই বিশ্রামে রয়েছেন। কথা বলছেন মৃদুস্বরে, গাইছেন না গান। পড়শীর মা বলেন, ‘ও ডেন্টিজিরাস সিস্ট রোগে ভুগছিল অনেক দিন ধরে। অবশেষে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করা হয়। এটি বেশ জটিল অপারেশন ছিল। এজন্য অপারেশন টেবিলে তিনঘণ্টা থাকতে হয়েছে পড়শীকে। মুখের ভেতরে অনেক সেলাই করা হয়েছে। এখন পুরোপুরি বিশ্রামে রয়েছে। খুব আস্তে করে কথা বলতে হয়। সবাই ওর জন্য দোয়া করবেন, যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও গানে ফিরতে পারে।’ এদিকে গানের বাইরে অভিনয়েও প্রায় সময় চমকে দেন পড়শী। সেই সূত্রে এবারের ঈদে মুক্তি পাচ্ছে পড়শী অভিনীত একটি বিশেষ নাটক। নাম ‘শাদী মোবারক’। এতে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন এই গায়িকা-নায়িকা।