অনলাইন ডেস্ক :
একটি কথা বেশ প্রচলিত, ‘যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন।’- এ কালে এসে কথাটিকে অন্যভাবে বলা যায়, ‘যিনি উপস্থাপনা করেন তিনি অভিনয়ও পারেন।’ যার অনন্য দৃষ্টান্ত সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। উপস্থাপনার পাশাপাশি ছোট পর্দা এবং মঞ্চে তার দক্ষ অভিনয় ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। সম্প্রতি মরক্কোতে ৩৫তম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থিয়েটার উৎসবে অংশ নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা)। ‘অস্বীকৃতি’ দিয়ে সেরা নারী পারফরমারের স্বীকৃতি পেলেন দলটির সদস্য মৌসুমী মৌ।
মরক্কোর প্রাচীন শহর কাসাব্লাংকায় অবস্থিত দ্বিতীয় হাসান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় ৩৫তম নাট্যোৎসব। মোট ৭টি ক্যাটাগরি ছিল দেওয়া হয় পুরস্কার। এতে বেস্ট কোরিওগ্রাফির পুরস্কার পেয়েছে ইতালি, বেস্ট সিনোগ্রাফি ইতালি, বেস্ট ফিমেল অ্যাক্টর যৌথভাবে মরোক্কো বেস্ট অ্যাক্ট্রেস বাংলাদেশ (মৌসুমী মৌ ও মরোক্কো সামিয়া এলয়াসুলি), বেস্ট ডিরেক্টর জার্মানি, বেস্ট স্ক্রিপ্ট রাইটার মরোক্কো দ্য স্পেশাল প্রাইস অব জুরি। বেস্ট ফিমেল অ্যাক্টর যৌথভাবে মরোক্কো বেস্ট অ্যাক্ট্রেস বাংলাদেশ (মৌসুমী মৌ ও মরোক্কো (সামিয়া) ‘অস্বীকৃতি’ রচনা ও নির্দেশনায় আছেন শাহরিয়ার শাওন। অভিনয় করেছেন মৌসুমী মৌ, মো. মেহেদী হাসান সোহান, শাহরিয়ার শাওন এবং মীর লোকমান।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ