November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 9th, 2022, 7:32 pm

অ্যাড শিরানের বিরুদ্ধে আইডিয়া চুরির অভিযোগ

অনলাইন ডেস্ক :

বর্তমান প্রজন্মের কাছে অ্যাড শিরান জনপ্রিয় নাম। তার গানে মুগ্ধ বিশ্বের কোটি শ্রোতা। তবে সম্প্রতি এই গায়কের বিরুদ্ধে উঠেছে ক্রেডিট না দিয়ে গানের আইডিয়া চুরির অভিযোগ। এমন তথ্যই জানা গেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির বরাতে। ২০১৭ সালে প্রকাশিত জনপ্রিয় গান ‘শেপ অব ইউ’ গানটি নকল করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সামি চোকরি ওরফে সামি সুইচ এবং রস ও’ডোনোগুই দাবি করেছেন অ্যাড শিরানের ‘শেপ অব ইউ’ -এর হুড অংশটি ২০১৫ সালে প্রকাশিত তাদের ‘ওহ হোয়াই’ গান থেকে নেওয়া হয়েছে। যার ফলে অভিযোগকারীদের আইনজীবী অ্যান্ড্রু সাটক্লিফ লন্ডন হাইকোর্টে গায়ককে জিজ্ঞাসাবাদ করেন। তার গান লেখা এবং তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। তবে অভিযোগটি অস্বীকার করেছেন শিরান। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, তার ‘শেপ অব ইউ’ গানটি লেখার আগে তিনি ‘ওহ হোয়াই’ গানটি শুনেছিলেন। আরও জানান, তিনি কারও কাছ থেকে আইডিয়া নিলে তাকে সেই ক্রেডিট দেন। এখন পর্যন্ত তার ট্র্যাক রেকর্ড হাইলাইট করে অ্যাড শিরান বলেছেন, ‘আমি ইতোমধ্যে নিজের এবং অন্যান্য জনপ্রিয় শিল্পীদের জন্য মৌলিক গান লিখে জনপ্রিয়তা ও সফল ক্যারিয়ার তৈরি করেছি। অন্য লেখকদের গান চুরি করার অভ্যাস থাকলে আমি তা করতে পারতাম না।’ ২০১৭ সালে মুক্তির পর ‘শেপ অব ইউ’ যুক্তরাজ্যের টপ চার্টে ১৪ সপ্তাহ ধরে শীর্ষে ছিল। হয়েছিল বিশ্বজুড়ে সর্বোচ্চ বিক্রি হওয়া গানগুলোর একটি।