September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, February 11th, 2022, 8:01 pm

আআত্মঘাতী গোলে সেমিফাইনাল নিশ্চিত করল জুভেন্টাস

অনলাইন ডেস্ক :

প্রতিপক্ষের উপহার দেওয়া গোলে কোপা ইতালিয়ার সেমিফাইনাল নিশ্চিত করলো জুভেন্টাস। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে সাসুলোকে ২-১ গোলে হারায় তুরিনের ওল্ড লেডিরা। পাউল দিবালার গোলে এগিয়ে গেলেও হামেদ ত্রাওরের গোলে সমতা টানে সাসুলো। তবে শেষ মুহুর্তে নিজেদের জালেই বল জড়িয়ে কপাল পুড়ে সাসুলোর। পুরো ম্যাচে ৪৫ শতাংশ বল দখলের পাশাপাশি ২০টি শট নেয় জুভেন্টাস। যার লক্ষ্যে ছিল ১০টি। অন্যদিকে বল দখলে এগিয়ে থেকে সাসুলো শট নেয় ১৬টি। ম্যাচের শুরুতেই গোল করে সুবিধাজনক অবস্থানে থাকে জুভেন্টাস। ৩ মিনিটে তুরিনের ওল্ড লেডিদের এগিয়ে নেন আর্জেন্টাইন তারকা পাউলো দিবালা। মেকেননির শট প্রতিপক্ষের ডিফেন্ডার আইহানের গায়ে লেগে ফিরে এলে ফিরতে বলে দারুন এক ভলিতে লক্ষ্যভেদ করেন দিবালা। ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি সাসুলো। ২৪ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান আইভরি কোস্টের ফরোয়ার্ড হামেস ত্রাওরে। বাঁ দিক দিয়ে দারুন রানের পর স্কামাক্কার সঙ্গে বল দেয়া নেয়া করে জুভেন্টাসের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সে ঢুকে দুরের পোস্টে উঁচু দিকে লক্ষ্যভেদ করেন ত্রাওরে। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়। নাটকীয়তা ঘটেছে ম্যাচের শেষ মুহুর্তে। ৮৮ মিনিটে নিজেদের জালেই বল জড়ান সাসুলোর ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক রুয়ান তেত্তো। পাউলোর দিবালার নেওয়া শট রুয়ানের গায়ে লেগে দিক বদলে বল জালে জড়ায়। আর এতেই সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায় সাসুলোর। আগামী ২রা মার্চ সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের প্রতিপক্ষ ফিওরেন্তিনা।