October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 21st, 2022, 8:29 pm

আইপিএলে শ্রীলঙ্কার ১৯ বছর বয়সী তরুণ

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কার ১৯ বছর বয়সী পেসার মাতিশা পাতিরানা ডাক পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। তাকে দলে ভিড়িয়েছে আইপিএলের চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ইনজুরির কারণে চেন্নাইয়ের কিউই গতি তারকা অ্যাডাম মিলনের আইপিএল শেষ হয়ে যাওয়ায় পাতিরানাকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে ইনজুরির শিকার হয়েছিলেন মিলনে। পাতিরানা এ বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কা দলের হয়ে খেলেছেন। তার বোলিং অ্যাকশন লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার মতো। এদিকে এবারের আসরে চেন্নাই সুপার কিংসের অবস্থা খুবই শোচনীয়। ছয়টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে তারা।