October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 8th, 2022, 7:42 pm

আইপিএল ছেড়ে গায়ানার পথে হেটমায়ার

অনলাইন ডেস্ক :

প্রথমবার বাবা হয়েছেন রাজস্থান রয়্যালসের ক্যারিবীয় তারকা শিমরন হেটমায়ার। সন্তানের জন্ম হওয়ার খবর শুনে ভারত থেকে গায়ানার পথে রওনা হয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ভারতে ফের ফিরবেন বলে জানিয়েছেন হেটমায়ার। বলেছেন, ‘আমার জিনিসপত্র এখনও রুমে আছে। রোববার সকালেই বাবা হওয়ার খবর জানতে পারেন এই ক্যারিবীয় তারকা। এরপরই রওনা হন দেশের উদ্দেশ্যে। রাজস্থান টুইট করে জানিয়েছে, ‘শিমরন হেটমায়ার রোববার (৮ মে) সকালে তার প্রথম সন্তানের জন্মের খবর শুনে সঙ্গে সঙ্গে গায়ানায় ফিরে গেছেন। তবে শিগগিরই ফিরবেন তিনি।’ রাজস্থানের সমর্থকরাও চাইবেন হেটমায়ার দ্রত ফিরে আসুক। কারণ চলতি আসরে দারুণ খেলছেন তিনি।  রোববারও (৮ মে)  ১৬ বলে অপরাজিত ৩১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। ফিনিশার হিসেবে খেলে এই আসরে এরইমধ্যে ২৯১ রান করে ফেলেছেন হেটমায়ার। ইনিংসের শেষ দিকে তার ঝোড়ো ব্যাটিং রাজস্থানকে ম্যাচ জেতাতে দারুণ সহায়তা করছে।