September 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 12th, 2022, 7:52 pm

আইপিএল নিলাম চলাকালীন মুখ থুবড়ে পড়লেন সঞ্চালক এডমিডেস

অনলাইন ডেস্ক :

ব্যাঙ্গালুরুতে শনিবার শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ নিলাম। এবারের নিলামে সঞ্চালক ব্রিটিশ হিউ এডমিডেস। নিলাম চলাকালীন দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করেই মাটিতে পড়ে যান এডমিডেস। তখনই জ্ঞান হারান এডমিডেস। নিলামে উপস্থিত থাকা সকলেই চমকে যান। সাথে- সাথে-সাথে এডমিডেসের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন আইপিএল কর্তৃপক্ষ। পরে আইপিএলের পক্ষ থেকে জানানো হয়, সুস্থ আছেন এডমিডেস। এডমিডেসের পরে যাবার পর কিছুক্ষণ নিলাম বন্ধ ছিলো। এডমিডেসকে এ রিপোর্ট পাওয়া পর্যন্ত পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা। বিরতির পর আবারও নিলামে যোগ দিবেন তিনি। এডমিডেস জ্ঞান হারানোর আগে ১৯ জন ক্রিকেটার নিলামে বিক্রি হয়। এডমিডেসের ঘটনায় আগেভাগেই মধ্যাহ্নভোজের বিরতি নেওয়া হয়। শনিবার বেলা ১২ টা থেকে বেঙ্গালুরুতে আইপিএলের নিলাম শুরু হয়। ২০১৮ সালে জয়পুরে প্রথম আইপিএলের নিলাম করেন এডমিডেস।