September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 21st, 2022, 7:48 pm

আইপিএল নয়, টেস্ট খেলবেন তাসকিন

অনলাইন ডেস্ক :

বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে আইপিএলে খেলার প্রস্তাব দিয়েছে লখনৌ। এই প্রস্তাবে রাজি হলে প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্টের সিরিজের আগেই দলে যোগ দিতে হবে তার। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালে তাসকিনকে ছুটি দিচ্ছে না বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপরাশেন্সের চেয়ারম্যান জালাল ইউনূস। তিনি বলেন, ‘তাসকিন ছাড়পত্র পাবে কিনা সে বিষয়ে আইপিএলের একটি দল যোগাযোগ করেছে। তবে আমাদের জাতীয় দলের স্বার্থ আগে। আইপিএলে খেললে সেটা জাতীয় দলের খেলা বাদ দিয়ে খেলবে না। এই মুহূর্তে তাসকিনের আইপিএলে যোগ দেওয়ার সম্ভাবনা নেই।’ বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘আইপিএলে প্রস্তাব পেলেও দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবেন তাসকিন। দক্ষিণ আফ্রিকা হয়তো রাবাদা-এনগিডিদের ছেড়ে দিয়ে এমন বিলাসিতা দেখাতে পারে। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে আমরা তাসকিনকে ছেড়ে দিতে পারি না। আইপিএলে যেতে না পারায় হয়তো ওর’ও খারাপ লাগছে। কিন্তু কিছু করায় নেই।’ বিসিবি পরিচালক ও টিম ডিরেক্টর জানান, দক্ষিণ আফ্রিকার মাটিতে পেসাররা সহায়তা পাবেন। দলও টেস্ট জেতার পরিকল্পনা সাজাচ্ছে। ওই পরিকল্পনায় তাসকিন দলের বড় অস্ত্র। এখন শীর্ষ পর্যায়ের পেসারের মতো বোলিং করছে ডানহাতি পেসার। সুতরাং বোর্ড তাকে ছাড়ার কথা ভাবছে না। লখনৌ মার্ক উডের বদলে পুরো মৌসুমের জন্য তাসকিন আহমেদকে দলে নিতে চায়। কিন্তু ১২ এপ্রিল টেস্ট সিরিজ শেষ হওয়ার আগে আইপিএলে যেতে পারবেন না তিনি। ওদিকে আইপিএল শেষ হওয়ার আগেই আছে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ। ওই সিরিজেও খেলতে হবে তাকে। ধরে নেওয়া যায়, এবার তাই আইপিএল স্বপ্ন বিসর্জন দিতে হচ্ছে দীর্ঘদেহি এই পেসারের।