October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 24th, 2023, 7:45 pm

আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশ প্রকাশ

অনলাইন ডেস্ক :

২০২২ সালে টেস্টে যারা আলো ছড়িয়েছেন তাদের নিয়ে দল সাজিয়েছে আইসিসি। আইসিসির বর্ষসেরা এই একাদশের অধিনায়ক করা হয়েছে ইংলিশ তারকা বেন স্টোকসকে। একাদশে বাংলাদেশের কেউ জায়গা পাননি। একাদশে স্টোকস ছাড়াও রয়েছেন আরো দুই ইংলিশ তারকা – জনি বেয়ারস্টো ও জেমস অ্যান্ডারসন। তবে সবচেয়ে বেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে। মোট চারজন অজি ক্রিকেটার আছেন বর্ষসেরা টেস্ট একাদশে। এ ছাড়া পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার জায়গা করে নিয়েছেন এই একাদশে।
একনজরে আইসিসির টেস্ট একাদশ :
১) উসমান খাজা
২) ক্রেইগ ব্রাথওয়েট
৩) মার্নাস লাবুশানে
৪) বাবর আজম
৫) জনি বেয়ারস্টো
৬) বেন স্টোকস (অধিনায়ক)
৭) ঋষভ পন্থ (উইকেটরক্ষক)
৮) প্যাট কামিন্স
৯) কাগিসো রাবাদা
১০) ন্যাথান লায়ন
১১) জেমস অ্যান্ডারসন