October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 1st, 2022, 7:28 pm

আইসিসির বর্ষসেরা মনোনয়নে এগিয়ে পাকিস্তানিরা

অনলাইন ডেস্ক :

সদ্য শেষ হওয়া ২০২১ সালটা পাকিস্তান ক্রিকেটের জন্য বেশ সাফল্যের একটি বছর ছিল। হোক সেটা টি-টোয়েন্টি, টেস্ট কিংবা ওয়ানডে, সব ফরম্যাটেই তাদের দাপট অব্যাহত ছিল। তাইতো বছর শেষে আইসিসির বর্ষসেরা মনোনয়নে পাকিস্তানি ক্রিকেটারদের নাম সর্বত্র। সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার ক্যাটাগরিতে মনোনয়ন পাওয়া চার ক্রিকেটারের মধ্যে দুই জনই পাকিস্তানি। তারা হলেন- মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। বর্ষসেরা টি-টোয়েন্টি পুরুষ ক্রিকেটারের তালিকায়ও মনোনয়ন পেয়েছেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এ ছাড়া বর্ষসেরা ওয়ানডে পুরুষ ক্রিকেটারের তালিকায় মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আর নারী ক্রিকেটারদের মধ্যে বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের ফাতিমা সানা।