October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 8th, 2021, 8:36 pm

আইসিসির মাস সেরা পুরস্কারের তালিকায় সাকিব

স্পোর্টসডে ডেস্ক :

ক্রিকেটারদের উৎসাহ দিতে এ বছর থেকে ‘মাসের সেরা’ পুরস্কার দিচ্ছে আইসিসি। জুলাই মাসের আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হলেন বাংলাদেশের সাকিব আল হাসান, ক্যারিবীয় তরুণ স্পিনার হেইডেন ওয়ালস জুনিয়র ও অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ। জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলেছেন সাকিব। তার দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজের পারফর্মেন্স বিবেচনায় মনোনয়ন পেয়েছেন মার্শ ও ওয়ালশ জুনিয়র। এই তিন ক্রিকেটারের মধ্যে একজন জিতবেন এই পুরস্কার। এ নিয়ে দ্বিতীয়বারের মত কোনো বাংলাদেশি ক্রিকেটার আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থ খেতাবের জন্য মনোনয়ন পেলেন। এর আগে মে মাসের সেরা খেলোয়াড় হয়েছিলেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহীম।