November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 10th, 2022, 7:55 pm

আইসিসির মাস সেরা রিজওয়ান-হারমনপ্রীত

অনলাইন ডেস্ক :

ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে পেছনে ফেলে মাসের সেরার পুরস্কার জিতেছেন ভারত অধিনায়ক হারমনপ্রীত কাউর। সোমবার মাসের সেরার তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ছেলেদের মাসের সেরার তালিকায় রিজওয়ানের প্রতিদ্বন্দ্বী ছিলেন ভারতের অক্ষর প্যাটেল ও অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন। গত মাসে এশিয়া কাপ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ মিলিয়ে ১০ টি-টোয়েন্টিতে ৭ ফিফটি ও ৬৯.১২ গড়ে রিজওয়ান করেছেন ৫৫৩ রান। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে তার অবস্থান এখন এক নম্বরে। মেয়েদের ক্রিকেটের মাসের সেরা হারমনপ্রীত টি-টোয়েন্টিতে ভালো না করলেও ৩ ওয়ানডেতে করেন ২২১ রান। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচে ৪৫ গড়ে ১৮০ করেছিলেন। সংক্ষিপ্ত তালিকায় থাকা ভারতের আরেক ক্রিকেটার স্মৃতি মান্ধানা ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৭৯ আর ওয়ানডেতে ৮১ রানের ইনিংস খেলেছিলেন।