September 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 6th, 2022, 7:56 pm

‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর তালিকায় মুশফিক

অনলাইন ডেস্ক :

দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে টানা দুই সেঞ্চুরি করেছেন ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। এই দারুণ পারফরম্যান্স দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন মে মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর তালিকায়। মজার ব্যাপার হলো, গত বছর এই মে মাসেই তিনি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছিলেন। সোমবার (৬ জুন) গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। পুরুষদের মাস সেরার লড়াইয়ে মুশফিকের সঙ্গে আছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও আসিথা ফার্নান্দো। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়েছে পাকিস্তানের তুবা হাসান ও বিসমাহ মারুফ এবং জার্সির ট্রিনিটি স্মিথের। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১০৫ রানের পর ঢাকা টেস্টে ১৭৫* রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিক। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়েন পাঁচ হাজার টেস্ট রানের কীর্তি। সিরিজে ১৫১.৫ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩০৩ রান করেন মুশফিক। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম করেই তিনি মাসের সেরা হয়েছিলেন।