অনলাইন ডেস্ক :
বাংলাদেশে সফররত আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের তিন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পজিটিভ হওয়ায় সিলেটে টিম হোটেলে তাদের আইসোলেশনে নেওয়া হয়েছে। মঙ্গলবার বিসিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশে আসার পরই সফরকারীদের প্রথম করোনা পরীক্ষা হয়েছিল। আবারও পুরো দলের সঙ্গে আক্রান্ত তিন ক্রিকেটারের করোনা পরীক্ষা হবে। যদি বাকি সবার মতো তারাও নেগেটিভ রিপোর্ট পান, তাহলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছে আফগান যুব দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১০ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান যুব দলের সিরিজ।
আরও পড়ুন
ঢাকা টেস্টে জয় চায় নিউজিল্যান্ড
অধিনায়ক বদলে দল ঘোষণা করলো বাংলাদেশ
মিলারের হাতে পুরস্কার তুলে দিলেন সাকিব