অনলাইন ডেস্ক :
ধর্ম-বর্ণ নির্বেশেষে যে কোনও উৎসবেই সকলকে শুভেচ্ছা জানিয়ে থাকেন কৌতুকশিল্পী ও সঞ্চালক মীর। শুক্রবার গণেশ চতুর্থীতে সেভাবেই শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। আর তা নিয়েই সকাল থেকে হই হই রব সোশ্যাল মিডিয়ায়। শুনতে হল কট্টরপন্থীদের কটাক্ষ মীরকে। মীর লিখেছিলেন, শুভ হোক, সুস্থ থাকুন, গণপতি বাপ্পা মোরিয়া। এরপরই শুরু হয়ে যায় কিছু কট্টরপন্থীদের আক্রমণ। কেউ লেখেন, মুসলিম হয়ে কীভাবে আপনি হিন্দুদের পুজোর ছবি দিচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন! কারোর কথায়, সবচেয়ে বড় পাপ হল শিরক আল্লাহর সাথে অন্য কাউকে তুলনা করা! আল্লাহ সব পাপ ক্ষমা করলেও শিরকের পাপ কখনো ক্ষমা করবেন না! চিরকাল জাহান্নামে থাকতে হবে। কারোর কথায়, কেউ আবার তার মীর নাম নিয়েই প্রশ্ন তুলেছেন। লিখেছেন, এই লোকটার আসল নাম মিহির৷ মীর নামে ফেক অ্যাকাউন্ট খুলে ইসলামকে কলুষিত করছেন। কারোর বক্তব্য মীর,মনে রাখবেন একদিন এ কাজের জন্য আদালতে আখিরাতে জবাবদেহী করতে হবে। এ নশ্বর জগত সবকিছু মনে করবে না। আপনি একটা বুদ্ধিমান মানুষ-আপনাকে উপদেশ দেয়ার মত কিছু নেই। তবে সবাই যে শুধু মীরকে আক্রমণ করেছেন এমনটাও নয়। অনেকেই মীরের পাশে দাঁড়িয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার শিক্ষা দিয়েছেন। মীরকে সাধুবাদ জানিয়েছেন।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ