October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 17th, 2021, 7:56 pm

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়েছে। রোববার (১৭ অক্টোবর) সকাল থেকে পূর্বোত্তর ভারতের ত্রিপুরার সঙ্গে পুনরায় ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত ১২ অক্টোবর থেকে গত শনিবার পর্যন্ত এ পাঁচ দিন আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পূর্ণ বন্ধ ছিল। গতকাল রোববার সকাল থেকে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে আখাউড়া স্থলবন্দর।