অনলাইন ডেস্ক :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়েছে। রোববার (১৭ অক্টোবর) সকাল থেকে পূর্বোত্তর ভারতের ত্রিপুরার সঙ্গে পুনরায় ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক হয়। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত ১২ অক্টোবর থেকে গত শনিবার পর্যন্ত এ পাঁচ দিন আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পূর্ণ বন্ধ ছিল। গতকাল রোববার সকাল থেকে ফের বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য হয়ে উঠেছে আখাউড়া স্থলবন্দর।
আরও পড়ুন
পদ্মা সেতু উদ্বোধনে ১০০ টাকার স্মারক নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক
আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রক দপ্তরের সকল সেবায় ফি আরোপের উদ্যোগ
চাহিদার অতিরিক্ত আমদানি হলেও বাজারে কমছে না চিনির দাম