October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 16th, 2022, 9:36 pm

আখাউড়া স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বৃহস্পতিবার (১৭ মার্চ) থেকে আগামী শনিবার পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর মধ্যে ব্যবসায়ীরা দুই দিনের বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন এবং মাঝখানে একদিন শুক্রবার সাপ্তাহিক বন্ধ। সবমিলিয়ে টানা তিন দিন বন্ধ থাকবে এই বন্দর। আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ত্যথ জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ এবং পবিত্র শবে বরাত উপলক্ষে ১৯ মার্চ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ওই সময়ে দুই দেশের যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। ট্রাক খাদে পড়ে প্রাণ গেলো চালকেরদিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাকিল আহমেদ (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সহকারী আসিফ হোসেন (২৫)। বুধবার (১৬ মার্চ) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের মহাসড়কের বাজিতপুর বাজারের পাশে এই দুর্ঘটনা ঘটে। শাকিল আহমেদ কুষ্টিয়ার মিরপুর থানার তাতীবন্দর গ্রামের আশরাফ আলীর ছেলে। আসিফ হোসেন একই এলাকার আজিবরের ছেলে। তিনি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। স্থানীয়দের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, ঢাকা থেকে হার্ডবোর্ডবোঝাই একটি ট্রাক দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাজিতপুর বাজারের পূর্ব পাশে সেতুর কাছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চাপা পড়ে মারা যান ট্রাকচালক শাকিল। এ ঘটনায় তার সহযোগী আসিফকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বল জানান ওসি।