October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 6th, 2021, 7:14 pm

‘আগামীকাল’ দেখা যাবে ১০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক:

ছোট-বড় দুই পর্দাতেই মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এই নায়িকাকে এবার ইমনের বিপরীতে ‘আগামীকাল’ সিনেমায় দেখা যাবে। অঞ্জন আইচ পরিচালিত সিনেমাটি এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পায়। আগামী ১০ ডিসেম্বর সারা দেশে সিনেমাটি মুক্তি পাবে বলে এর নির্মাতা জানান। টুটুল চৌধুরীর প্রযোজনায় অঞ্জন আইচের চিত্রনাট্যে মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে ইমন-মম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সূচনা আজাদ, শতাব্দী ওয়াদুদ ও টুটুল চৌধুরী। থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রটির নির্মাণ অনেক আগে শেষ হলেও করোনার কারণে মুক্তি পায়নি। এ প্রসঙ্গে অঞ্জন আইচ বলেন, ‘এখন করোনার প্রকোপ কমেছে। সিনেমা হল খুলে দেওয়া হয়েছে। প্রেক্ষাগৃহে নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। যে কারণে ‘আগামীকাল’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ১০ ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পাবে সিনেমাটি। এরপর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেব।’ এরই মধ্যে ‘আগামীকাল’-এর ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। এতে চারটি গান রয়েছে। প্রয়াত পৃথ্বীরাজ ও সুজন আরিফের সংগীত আয়োজনে গানে কণ্ঠ দিয়েছেন কোনাল, সুজন আরিফ প্রমুখ।