June 9, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 16th, 2022, 7:50 pm

আগামী আইপিএলেও খেলবেন ধোনি

অনলাইন ডেস্ক :

এবারের আইপিএলের প্লে-অফে আর ওঠা হচ্ছে না চেন্নাই সুপার কিংসের। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি রোববার গুজরাট টাইটান্সের কাছে হেরেছে। ১৩ ম্যাচে এই নিয়ে ৯টিতে হারল চেন্নাই। রবীন্দ্র জাদেজাকে সরিয়ে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বে এলেও চেন্নাইয়ের অবস্থার পরিবর্তন ঘটেনি। অনেকেই মনে করছেন, ধোনি শুধু এই মৌসুমের জন্য দায়িত্ব নিয়েছেন। পরেরবার হয়তো চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে নতুন কাউকে দেখা যাবে। ধোনি হয়তো আর খেলবেন না। কিন্তু এর উল্টো কথাই বলছেন সুনীল গাভাস্কার। সাবেক ভারতীয় ওপেনারের মতে, ধোনি আগামী আইপিএলেও নাকি খেলবেন! খেলা চালিয়ে না গেলে ধোনি কখনোই অধিনায়কের দায়িত্ব নিতেন না। গাভাস্কার বলেছেন, ‘ধোনি বলেছিল ওকে এর পরও হলুদ জার্সিতে দেখা যাবে। সেটা ক্রিকেটার হিসেবে নাকি অন্য ভূমিকায়, সেটা সময়ই বলে দেবে। আমার বিশ্বাস, সে দলের মেন্টর হিসেবে কাজ করতে পারে। যদি খেলা চালিয়ে না যেত, তাহলে কোনো দিন নেতৃত্ব ফেরত নিত না। কখনো কখনো সাফল্যের বদলে ব্যর্থতা থেকে বেশি শেখা যায়। ধোনি হয়তো জাদেজাকে আরো দুটি ম্যাচে নেতৃত্ব দিয়ে এই অভিজ্ঞতার স্বাদ নেওয়াতে চাইত। তবে হলুদ জার্সিতে ধোনিকে যে আবার দেখা যাবে এ ব্যাপারে আমি নিশ্চিত। ‘