October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 24th, 2023, 7:46 pm

আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ে চিন্তা নেই: ইসি রাশেদা

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ে কোনো উদ্বেগ নেই বলে আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

তিনি বলেন, ইসি সবার সঙ্গে মিলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তাব দেবে।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার রাশেদা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কমিশন এখন ভোটারদের জন্য একটি নতুন আইন করেছে। তাদের (ভোটারদের) অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচন বিলম্বিত হতে পারে কি না জানতে চাইলে ইসি বলেন, ‘নির্বাচন যথাসময়ে হবে, তফসিল পেছানোর কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতিতে মোকাবিলা করবে।’

রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, ঊর্ধ্বতন জেলা নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—-ইউএনবি