October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 7th, 2021, 7:55 pm

আজমির শরিফে কী করছেন নিরব?

অনলাইন ডেস্ক :

হরিহর আত্মা- ঘরানার সম্পর্ক নিরব ও ইমনের। ক্যারিয়ারের শুরু থেকে এখনও তাদের এই সম্পর্ক বিদ্যমান। সোমবার ঢাকায় বন্ধু ইমন যখন খানিক বেকায়দায় পড়লেন ফাঁস হওয়া একটি অডিওকল নিয়ে, ঠিক তক্ষুনি দূর শহর ভারতের রাজস্থানে ছটফট করছিলেন নিরব। ইমনকে ফোনে না পেয়ে বার বার নানা মাধ্যমে আপডেট নিচ্ছিলেন। করছিলেন, আফসোসও। নিরব গত ৩ ডিসেম্বর ঢাকা থেকে রাজস্থান উড়াল দেন, একটি শুটিংয়ের কাজে। ভারতীয় বড় প্রজেক্ট। যদিও সেসব বিষয়ে এখনই মুখ খুলছেন না তিনি। বলছেন, ‘৯ ডিসেম্বর ঢাকায় ফিরে খবরটি বলবো। আশা করছি সবাই চমকে যাবেন।’ তবে ঢাকায় ফিরে সবাইকে চমকে দেওয়ার আগে বন্ধু ইমনের ফোনকল ফাঁস নিয়ে বেজায় বিব্রত ও শঙ্কিত নিরব। বললেন, ‘খুবই দুঃখজনক। তারচেয়ে বড় বিষয় এটি বিব্রতকর। আমি মনে করি এখানে ইমন পরিস্থিতির শিকার হয়েছে।’ এই বলেই চুপ যাননি। সোমবার বিকালেই ছুটে যান রাজস্থানের বিখ্যাত আজমির শরিফ দরগায়। সেখানে গিয়ে হাত তোলেন, প্রার্থনা করেন সবার মঙ্গল চেয়ে। যে প্রার্থনার বেশিরভাগজুড়েই ছিলেন ইমন! নিরববলেন, ‘সত্যি বলতে রাজস্থানে আশার পরই প্রথম নিয়্যত ছিলো আজমির শরিফে যাওয়ার। কারণ আগে কখনও যাইনি। ইমনের খবরটি পাওয়ার পর মনটাও বিষণ্ণ হয়ে গেছে। সবমিলিয়ে প্রশান্তি নিয়ে ফিরলাম দরগা থেকে।’ মঈনুদ্দীন চিশতির ঐতিহাসিক এই দরগায় গিয়ে দারুণ অভিজ্ঞতা নিয়ে ফিরলেন নিরব। বললেন, ‘দরগার অনুভূতিটা- অন্যরকম। ঢোকার পর মনে হলো শরীরে এনেসথেসিয়া দেওয়া হলো! ঠা-া একটা অনুভূতি হলো শরীরজুড়ে।’ কিন্তু দরগায় গিয়ে হাত তুলে বন্ধু ইমনের জন্য কী দোয়া করলেন! তালিকায় মাহি বা ডা. মুরাদও ছিলো কি? জবাবে নিরব বলেন, ‘আমি হাত তুলে আমার দুই মেয়ের জন্য দোয়া করেছি। স্ত্রী, বাবা-মা-ও ছিলেন। প্রার্থনায় পৃথিবীর সকল মানুষই ছিলো। এটা তো সত্যি, বন্ধু ইমনের ভালো চাই আমি। ও যেন উটকো কোনও বিপদে না পড়েও- সেটাও ছিলো প্রার্থনায়। স্বাভাবিক নয় কি?’ এর আগে বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হয়। সেখানে তিনি মাহিকে উদ্দেশ করে ধর্ষণের হুমকি ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নিয়ে আসার ধমকি দেন। অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের পর ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে মন্ত্রিসভা থেকে মঙ্গলবার পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এদিকে সোমবার নিরব যখন ব্যস্ত আজমির শরিফে একই সময়ে মক্কায় অবস্থান করছিলেন মাহি। সেখান থেকে তিনি ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান জানান দেন। বললেন, ‘আরও একবার ছোট হলাম দেশবাসীর কাছে।’