অনলাইন ডেস্ক :
রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি ভবনে অসুস্থ হয়ে ইসরাত জাহান তুষ্টি (২১) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম।
তিনি জানান, বাসায় অসুস্থ হয়ে পড়লে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
জানা গেছে, তুষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে থাকতেন। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।
আরও পড়ুন
কিভাবে যাব সেতু দিয়ে ?
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিট সচল, গ্রিডে যোগ হচ্ছে ২৮৫ মেগাওয়াট
মন্ত্রণালয় পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে পলিসি সহায়তা দেবে: রিজওয়ানা হাসান