অনলাইন ডেস্ক :
বাংলাদেশ কালচারাল ডেভেলপমেন্ট ফেডারেশন (বিসিডিএফ) কর্তৃক আয়োজিত বিজয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে আজীবন সম্মাননা পাচ্ছেন সংস্কৃতি অঙ্গনের তিন গুণী ব্যক্তিত্ব। তারা হলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি, নাট্যজন লাকী ইনাম এবং নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিডিএফ জানায়, বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকার কাকরাইল হোটেল রাজমনি ঈসাখাঁ মিলনায়তনে বিজয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই তিন গুণীজনকে দেয়া হবে আজীবন সম্মাননা। তার আগে হবে ‘স্মার্ট চলচ্চিত্র স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা।
আজীবন সম্মাননা ছাড়াও অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতাঙ্গনের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে দেয়া হবে বিসিডিএফ বিজয় সম্মান ২০২৩। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মনি। এছাড়াও অনুষ্ঠানের মধ্যমনি হিসেবে থাকবেন অভিনেতা ডিএ তায়েব।
বিশেষ অতিথি থাকবেন কবি শাহীদুজ্জামান প্রধান (শাহী প্রধান), ভিসতা ইলেকট্রনিকস এর এমডি লোকমান হোসেন আকাশ, কুয়াকাটা হোটেল মোটেল এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোতালেব শরীফ, বাংলাদেশ ফিল্ম ক্লাবের সাবেক সভাপতি শামসুল আলম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা এডভোকেট সাজিদুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জাজ মাল্টিমিডিয়া লি. এর সিইও, বিসিডিএফ এর ভাইস চেয়ারম্যান মো. আলিম উল্যাহ খোকন।
আরও পড়ুন
উত্তর প্রদেশে ভবন ধস, নিহত ১০
জয় রথ ছুটে চলেছে বাঘিনীদের
অর্থসংকটে পিসিবি, বন্ধ হলো নারী ক্রিকেটারদের ভাতা