October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 8th, 2021, 7:01 pm

আজীবন সম্মাননা পেয়েছেন সাবিনা ইয়াসমিন

অনলাইন ডেস্ক :

সাবিনা ইয়াসমিন। সংগীতশিল্পী হিসেবে খ্যাতি বিশ্বজুড়ে। মাত্র ৭ বছর বয়সে সংগীত যাত্রা শুরু হয়েছিল এই গুণী শিল্পীর। ১৯৬২ সালে শিশুশিল্পী হিসেবে এবং এই ধারাবাহিকতায় তার চলচ্চিত্রে প্লে-ব্যাক শিল্পী হিসেবে পথচলা অব্যাহত থাকে। কিংবদন্তি এই সংগীতশিল্পী গত ৫ দশকে প্রায় ১৪ হাজারের বেশি গান গেয়েছেন। সংগীত জীবনে পেয়েছেন জাতীয় পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। ১৯৮৪ সালে তিনি একুশে পদক পান। ১৯৯৬ এ পান স্বাধীনতা পুরস্কার। এবার ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড-২০২১ এ আজীবন সম্মাননা পেয়েছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জামাইকার আমাজোরা হলে এ পুরস্কার প্রদান করা হয়। সাবিনা ইয়াসমিন গান গেয়ে মুগ্ধ করেছেন দর্শক-শ্রোতাদের। গত ১৯ বছর ধরে অনুষ্ঠানটি নিয়মিত আয়োজন করে আসছে শো টাইম মিউজিক। এবার বাংলাদেশ থেকে অনেক তারকা এই আয়োজনে অংশগ্রহণ করলেও তাদের পরিবেশনা না থাকায় দর্শকরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।
প্রত্যেকের সামগ্রিক কাজের ওপর বিবেচনা করে এ পদক দেওয়া হয়েছে বলে জানায় আয়োজক প্রতিষ্ঠান। গত ৪ ডিসেম্বর বর্ণাঢ্য এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন আয়োজক আলমগীর খাঁন আলম ও চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস। এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, চিত্রনায়িকা বুবলী, অভিনেত্রী ফারিয়া শাহরিনসহ অনেকে।