October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 29th, 2021, 1:02 pm

আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততে মরিয়া টাইগাররা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা দুটি ম্যাচ হারের পর, বাংলাদেশ আজ শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। এই ম্যাচে জয়ের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ টাইগাররা।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। সেই পরাজয়ের পর, তারা ইংল্যান্ডের কাছে আরেকটি পরাজয়ের সম্মুখীন হয়।আজকের ম্যাচে বর্তমান টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে চলেছে টাইগাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে টাইগারদের সুপার টুয়েলভে একটি ম্যাচ জিততেই হবে।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে খেলার প্রতিটি বিভাগেই বাজে পারফর্ম করেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে তারা মাত্র ১২৪ রান করে। ইংল্যান্ড সেই সহজ লক্ষ্য তাড়া করে আট উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয়।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান নিকোলাস পুরান বলেছেন, তারা বাংলাদেশের বিরুদ্ধে বাউন্স ব্যাক করতে আগ্রহী।

বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান গণমাধ্যমকে বলেন, পরের পর্বে যাওয়ার পথ খোলা রাখতে হলে পরের ম্যাচে আমাদের জিততেই হবে।

এই ম্যাচের পর ২ ও ৪ নভেম্বর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।