March 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 6th, 2023, 7:55 pm

আটকেপড়া ফেরিতে ১৮ ঘণ্টা শুটিং

অনলাইন ডেস্ক :

বৃহস্পতি তুঙ্গে কথাটা এখন অধরা খানের সঙ্গেই বেশ যায়, এক সপ্তাহের মধ্যে দুই সিনেমায় চুক্তির খবর দিয়েছিলেন, এবার সরাসরি ক্যামেরার সামনে দাঁড়িয়ে দিলেন নতুন ছবির শুটিংয়ের খবর, সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড ‘দখিন দুয়ার’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। দক্ষিণবঙ্গগামী মানুষের কিংবা নদী পারাপার হওয়া মানুষের শীতকালীন দুর্দশার একটি চিত্র শুটিং হয়েছে, এই শুটিংয়ে অংশ নিয়েছেন অধরা খান, শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে অধরা বলেন, ‘পদ্মার বুকে, ফেরিতে টানা ১৮ ঘণ্টা শুটিং করতে হয়েছে, এমন অভিজ্ঞতা আমার আগে ছিল না। কনকনে শীতের মধ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি এই অভিজ্ঞতা আমার আজীবন মনে থাকবে, আমার অভিনয়জীবনে এটা অন্যতম শিক্ষণীয় বিষয়, অধরার সঙ্গে এই সিনেমায় রয়েছেন রকি খান, সিনেমার গল্পে জানা যায় এক রোমহর্ষক গল্প। পদ্মার চরে আটকে থাকা একটি ফেরির গল্প, বিপর্যয়ে পড়া একটি ফেরিতে আটকে থাকা প্রেমিকার গল্প, সে গল্পের খবর নির্মাতা জানাতে চান আরো পরে,
জানা গেছে, এই ছবিতে ফেরদৌস ও সিমলা অভিনয় করবেন, সিনেমার শুটিং চলছে, কবে ও কখন মুক্তি পাবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।