December 8, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 16th, 2022, 7:35 pm

আত্মহত্যার হুমকি দিলেন প্রভাস ভক্ত

অনলাইন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা প্রভাস। বিশেষ করে ‘বাহুবলি’ সিনেমা মুক্তির পর তার তারকা খ্যাতি ছড়িয়ে পড়ে নানা দেশে। অভিনয় তো বটেই, সোশ্যাল মিডিয়ায়ও তার অনুসারীর সংখ্যা কম নয়। বিভিন্ন সময়ে প্রিয় তারকাকে কেন্দ্র করে ভক্তরা নানা কান্ড ঘটিয়ে থাকেন। এবার আত্মহত্যার হুমকি দিলেন প্রভাসের এক ভক্ত। এই ভক্তের সুইসাইট লেটারটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। তাতে তিনি লিখেন ‘‘সাহো’, ‘রাধে শ্যাম’ সিনেমার সময়ে যেমনটা ঘটেছিল তাতে আশাহত হয়েছি। চলতি মাসের মধ্যে যদি ‘সালার’ সিনেমার একঝলক দেখতে না পাই তবে যেনে রাখুন আমি আত্মহত্যা করব।’’ ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শেষ করবেন পরিচালক। আগামী বছরে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। গত বছরের জানুয়ারিতে ‘সালার’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়। অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সালার’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় অভিনয় করছেন শ্রুতি হাসান। এছাড়াও অভিনয় করছেন পৃথ্বিরাজ, জগপথ বাবু, ঈশ্বরী রাও প্রমুখ। এটি পরিচালনা করছেন ‘কেজিএফ’খ্যাত নির্মাতা প্রশান্ত নীল।