October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 28th, 2021, 8:11 pm

আনন্দ-উৎসব উদযাপনে জমকালো সাজে স্পেন

অনলাইন ডেস্ক :

বড়দিন ঘনিয়ে আসায় সাজ সাজ রব এখন স্পেনে। আনন্দ উৎসব উদযাপনে জমকালো আয়োজন করছে দেশটির মানুষ। বড়দিন উপলক্ষে দক্ষিণ ইউরোপের দেশ স্পেনের রাজধানী মাদ্রিদসহ বড় বড় শহরের সরকারি স্থাপনা, রাস্তাঘাট, ধর্মীয় উপাসনালয় এবং বিশেষ বিশেষ স্থানগুলো ইতোমধ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে। গতবার করোনার কারণে উৎসবে ভাঁটা পড়লেও এবার উৎসব আমেজে মেতেছেন দেশটির মানুষ। শহরের রাস্তাগুলো এখন লোকে-লোকারণ্য। বার, রেস্তোরাঁ থেকে শুরু করে শপিংমলে মানুষের ভিড় বাড়ছে। ব্যবসায়ীরাও বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। পিছিয়ে নেই বাংলাদেশি ব্যবসায়ীরাও। মহামারি করোনার কারণে বিগত বছরের লোকসান কাটিয়ে মুনাফার আশায় দিন রাত পরিশ্রম করছেন তারা। এ ছাড়া যাদের বৈধ কাগজপত্র নেই তাদের রুটি-রুজির একমাত্র অবলম্বন রাস্তাঘাট কিংবা শপিংমলের সামনে পসরা সাজিয়ে যতটুকু সম্ভব উপার্জনের চেষ্টা করছেন।