December 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 26th, 2023, 8:17 pm

আন্তর্জাতিকভাবে আলো ছড়াচ্ছেন আরজে শান্ত

অনলাইন ডেস্ক :

পুরো নাম মশিউর রহমান শান্ত হলেও আরজে শান্ত নামেই অধিক পরিচিত তিনি। জনপ্রিয় এ আরজে এখন দেশের গ-ি পেরিয়ে আন্তর্জাতিকভাবে আলো ছড়াচ্ছেন নিজের কাজের মাধ্যমে। ২০২৩ সালে ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরামে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তিনি। একই সঙ্গে জিতে নিয়েছেন ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরাম এওয়ার্ড-২০২৩। থাইল্যান্ডের ব্যাংককে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। ৬৪টি দেশ থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ৩ দিনব্যাপী এ আয়োজন চলছে ব্যাংককের হোটেল অ্যাম্বাসাডরে। আরজে এবং লেখক শান্ত মূলত তার বিভিন্ন কাজের কারণে এরইমধ্যে বেশ সুপরিচিত। প্রতিভাবান এ তরুণের এরইমধ্যে ১৭টি বই প্রকাশ হয়েছে। এর বাইরেও বেশ কয়েকটি মিউজিক ভিডিও এবং নাটকে অভিনয় করেছেন তিনি।

তবে বর্তমানে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন তার প্রতিষ্ঠান ভয়েজ ফ্যাক্টরি বাংলাদেশ এবং টার্নিং টকস বাংলাদেশ নিয়ে। যদিও হাজারও ব্যস্ততার মাঝে থেমে নেই তার রেডিও শো। রেডিও ধ্বনিতে আহা জীবন এবং হোয়াইট কালার নামে দুটো শো করে যাচ্ছেন তিনি। ২০২১ সালে নেপালের প্রেসিডেন্টের কাছ থেকে তিনি গ্লোবাল ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ডও পেয়েছেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের দেশের মানুষের জন্যে কাজ করে যেতে চান প্রতিভাবান এ তরুণ মশিউর রহমান শান্ত। অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে আরজে শান্ত বলেন, পুরস্কার পাওয়া বরাবরই আনন্দের। তবে এই আনন্দ দায়িত্ব আরও অনেক বাড়িয়ে দেয়। তাই চেষ্টা করব আগামীতেও কাজের ধারাবাহিকতা বজায় রাখতে।