December 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 3rd, 2022, 7:19 pm

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নায়ক ইমনের ‘আগামীকাল’

অনলাইন ডেস্ক :

সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব” এর সমাপনী দিনে (৬ জানুয়ারি) প্রিমিয়ার হবে নায়ক ইমনের ‘আগামীকাল’ ছবিটি। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মরণে বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গকৃত ২য় সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্রের পর্দা উঠছে ৩ জানুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। একই উৎসবের সমপানীর দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ জানিয়েছেন এবারের চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন ১২১ টি দেশের ৬০০ চলচ্চিত্র, তার মধ্যে মাসুদ মঞ্চ প্রযোজিত, অঞ্জন আইচ পরিচালিত “আগামীকাল” চলচ্চিত্রটি সমাপনীর দিন প্রদর্শিত হবে। অভিনেতা ও প্রযোজক টুটুল চৌধুরী জানিয়েছেন, “আগামীকাল” উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে ফেস্টিভাল প্রিমিয়ার হচ্ছে যা আমাদের পুরোটিমের জন্য আনন্দের। সিনেমাটি আজ মঙ্গলবার দেশে এবং বিদেশে একযোগে ৩ টি মহাদেশে মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। সমাপনী উৎসবে সভাপতিত্ব করবেন উৎসবের প্রধান উপদেষ্টা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল।