July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 24th, 2022, 8:16 pm

আন্তর্জাতিক রাসায়নিক গবেষণা প্রতিযোগিতায় তৃতীয় শাবিপ্রবির রিফাত

আন্তর্জাতিকভাবে কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিযোগতাগুলোর অন্যতম ‘সামার ইন্টার্ন কম্পিটিশন অব রিসার্চ এ্যাবস্ট্রাক্ট সাবমিশন’। আমেরিকার ইনস্টিটিউট অব কেমিকেল ইঞ্জিনিয়ার্স (এআইসিএইচই) আয়োজিত প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ৮টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষণার পর বিষয়টি নিশ্চিত করেন রিফাত আব্দুল্লাহ।

প্রতিযোগিতায় মেন্টর হিসেবে ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু ইউসুফ।

গেল বছর ১২ ডিসেম্বর ‘চিটাগুড় থেকে ইথানল উৎপাদন বৃদ্ধিকরণ’ বিষয়ক রিসার্চ পেপার জমা দিয়েছিলেন রিফাত। এরপর এটি কয়েকটি ধাপ পেরিয়ে নির্বাচিত হলে রিফাতকে ফাইনালে অংশ নেয়ার জন্য মনোনীত করা হয়।

রিফাত বিশ্ববিদ্যালয়ের কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। রিফাতের বাবার নাম মো. রফিক ঘরামী ও মা শিউলি বেগম। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামে।

—ইউএনবি