October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 9th, 2021, 7:32 pm

আন্দোলন শুরু করলেন মিথিলা

অনলাইন ডেস্ক :

বরাবরই নারীর পক্ষে সরব থেকেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। কথা বলেছেন সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে। এ পর্যন্ত দুই বাংলায় যে ক’টি সিনেমা করেছেন তার প্রায় প্রতিটিই প্রতিবাদী নারী-চরিত্র। বিষয়টি নিয়ে এবার আরও একটু প্রকাশ্য হলেন এই শিল্পী। ‘বহ্নিশিখা-আনলার্ন জেন্ডার’ নামের সামাজিক সচেতনতামূলক সংগঠনের জন্য গার্হস্থ্য সহিংসতা নিয়ে কথা বললেন মিথিলা। বিষয়টি উপস্থাপনে বেশ কিছু সামাজিক প্রচলিত বাক্য তুলে ধরেন তিনি। মিথিলার ভাষ্য, ‘লাল শাড়িতে যাবা, সাদা শাড়িতে ফিরবা; মেয়েদের অ্যাডজাস্ট করে চলতে হয়; রাত করে বাসায় ফিরলে তো মার খাবেই; স্বামীর রাগই তো ভালোবাসা; গায়ে হাত তোলে? একটা থাপ্পড়ে কি হয়, টাকা পয়সা তো দেয়! এসব কথা আমাদের সমাজে পারিবারিক নির্যাতনকে স্বাভাবিক করে তুলেছে। আজ থেকে আমি এসব কথাকে বর্জন করছি। আমার সঙ্গে এই আন্দোলনে আপনিও বহ্নিশিখার সঙ্গে যুক্ত হন।’ পাশাপাশি এমন ঘটনা থাকলে সেটা উল্লেখ করে তাকে সোশ্যাল হ্যান্ডেলে ট্যাগ করার অনুরোধও করেছেন এই অভিনেত্রী। এদিকে, ক’দিন আগে মিথিলা ফিরেছেন আফ্রিকার সিয়েরালিয়ন থেকে, ব্র্যাকের শিশুউন্নয়ন প্রজেক্ট শেষে।