September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 25th, 2023, 8:53 pm

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ কেমন উইকেটে খেলবে?

অনলাইন ডেস্ক :

স্পিন উইকেট বানিয়েও ২০১৯ সালে সফরকারী আফগানিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। আগামী মাসে দুই ধাপে বাংলাদেশ সফরে আসবে আফগানরা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম দফায় আগামী ১৪ জুন খেলবে একটি টেস্ট। পূর্বের অভিজ্ঞতা সুখকর না হওয়ায় এবার উইকেট কেমন হবে, সেই প্রশ্নই সর্বত্র। যদিও নির্বাচক হাবিবুল বাশার উইকেটের ধরন নিয়ে বিস্তারিত জানাতে চাইলেন না। সর্বশেষ চার বছর আগে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ একটি টেস্ট খেলেছিল। ওই টেস্টে চট্টগ্রামকে স্পিন স্বর্গ বানানোর পর দেখা গেলো সেটা নিজেদের জন্যই মৃত্যুকূপ হয়ে দাঁড়িয়েছে। অথচ তাদের জানা ছিল সফরকারীদের দুর্দান্ত স্পিন আক্রমণে রশিদ খান, কায়েস আহমেদ, জহির খান ও মোহাম্মদ নবীদের মতো স্পিনার রয়েছেন। ফলে বিশ্বমানের স্পিনারদের সামনে নিজেরাই খেই হারায় স্বাগতিকরা।

একমাত্র টেস্টের উইকেট নিয়ে হাবিবুল বাশার বলেছেন, ‘উইকেট কেমন হবে সেটা তো বলতে পারবো না। যে পরিকল্পনা সেটা আমাদের মধ্যেই থাকুক। সেটা ডিসক্লোজ করতে পারবো না। বাংলাদেশ দল দুইটা ডিপার্টমেন্টেই ভালো। সাকিবের বোলিং তো বাংলাদেশ ডেফিনেটলি মিস করবে। বাট সাকিব ছাড়া তাইজুল আছে, মিরাজ আছে; তারাও কিন্তু যথেষ্ট ভালো বল করে টেস্ট ম্যাচে। আমাদের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টটা অনেক রিচ। সো আমাদের যে রকম দরকার, টিম অনুযায়ী ওইরকম সিদ্ধান্ত নিতে পারি। সো সেটা নিয়ে অনেক আগেই চিন্তা ভাবনা হয়ে গেছে।’ আফগানিস্তানের স্পিন আক্রমণের পাশাপাশি পেস আক্রমণও দুর্দান্ত। সবমিলিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বেও আছে টিম ম্যানেজমেন্ট। যদিও হাবিবুল বাশার বিষয়টি স্বীকার করলেন না, ‘আমাদের তো প্ল্যান আছেই। নিজেরা প্ল্যান নিয়ে যথেষ্ট পরিষ্কার। মিরপুরের উইকেট কেমন হতে পারে, না পারে সেটা সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা আছে। সেভাবেই মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে।’

আফগানিস্তান সিরিজের প্রস্তুতি আগামী সপ্তাহের প্রথম দিন থেকেই শুরু হবে। তার আগেই মুশফিক, লিটন, শান্তরা ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন করছেন। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে কারা থাকবেন তা নিয়ে এই মাসের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা, ‘যেহেতু ‘এ’ দলের খেলা চলছে। আমরা ওই খেলাটাও দেখছি। আমাদের কোচ আসবেন ৩ জুন। তো এই মাসের শেষের দিকে দলটা হয়ে যাবে।’ টেস্ট দলে খুব একটা চমক থাকবে না বলেই জানালেন হাবিবুল, ‘চমক বলে তেমন কিছু নেই। টেস্ট দলটা করবো যে দলটা ডেফিনিটলি জিততে পারে। বেস্ট পসিবল প্লেয়ারদের নিয়ে দলটা করবো।’ উইকেটের কারণেই কি দল নির্বাচনে দেরি হচ্ছে? এমন প্রশ্নে হাবিবুল বলেছেন, ‘না সিদ্ধান্ত নিতে টাফ হচ্ছে না। কারণ, আমরা এখন অনেক কনফিডেন্ট টিম। আফগানিস্তান খুব ভালো দল। তাদের সঙ্গে লাস্ট টেস্ট ম্যাচ ভালো খেলি নাই, হেরেছিলাম।

এবারের ম্যাচটাতে ডেফিনেটলি ভালো খেলতে চাই। আমার মনে হয় এখন দলটা অনেক বেশি কনফিডেন্ট।’ এদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে ইনজুরিতে ছিটকে গেছেন সাকিব। তার অবর্তমানে কিছুটা অসুবিধা হলেও হাবিবুল অন্যান্যের ওপরও আস্থা রাখছেন, ‘সাকিব না থাকলে একটা প্লেয়ার কমে যায়। সাকিব থাকলে আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি। কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। ওয়ার্ল্ড ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করবো। আমার মনে হয় বাকি যারা দলে আছে, তাদেরও দায়িত্ব থাকবে।’