September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 6th, 2023, 8:00 pm

‘আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ’: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অশ্রুসিক্ত অবসরের ঘোষণা তামিম ইকবালের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

গত রাতে এক বিস্ময়কর পদক্ষেপে ডাকা আজকের (বৃহস্পতিবার) ব্যক্তিগত সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম।

নিজ শহর চট্টগ্রামের একটি হোটেলে তামিম ঘোষণা দেন, ‘আফগানিস্তানের বিপক্ষে আমি যে ম্যাচটি খেলেছি তা আমার ক্যারিয়ারের শেষ ম্যাচ।’

তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এই সিদ্ধান্তটি বিবেচনা করছি এবং আমার পরিবারের সঙ্গে এটি নিয়ে আলোচনা করেছি।’

গণমাধ্যমকে বিষয়টি জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ৩৪ বছর বয়সী এই তারকা।

ক্রিকেটের এই তারকা বলেন, ‘যুব দল থেকে শুরু করে জাতীয় দল, কোচ, বিসিবি কর্মকর্তা, আমার পরিবারের সদস্য এবং যারা আমার দীর্ঘ যাত্রায় সঙ্গে ছিলেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। তারা আমার ওপর বিশ্বাস রেখেছে।’

তামিম বলেন, ‘আমার বেশি কিছু বলার নেই। আমি সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমি সবসময় আমার ১০০ শতাংশই দিয়েছি। আমি আমার বাবার স্বপ্ন পূরণের জন্য ক্রিকেট খেলা শুরু করি। জানি না কতটুকু অর্জন করতে পেরেছি।’

আন্তর্জাতিক ক্রিকেটে তার দীর্ঘ যাত্রায় সমর্থনের জন্য তিনি ভক্তদের ধন্যবাদ জানান।

১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে রান (৮৩১৩ রান) ও সেঞ্চুরি (১৪টি) করেছেন তামিম ইকবাল।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অনুসারে, টেস্টে তামিম ৩৮ দশমিক ৮৯ গড় স্কোরে ৫ হাজার ১৩৪ রান করেন। যার মধ্যে ৭০ ম্যাচে ১০টি সেঞ্চুরি রয়েছে।

এর আগে গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ও টেস্ট খেলা অব্যাহত রেখেছিলেন তামিম।

—-ইউএনবি