October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 30th, 2021, 8:24 pm

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ১৫০

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত ১৫০ মানুষ প্রাণ হারিয়েছেন। মাটির নিচে চাপা পড়েছে ১০০ বেশি ঘরবাড়ি। তালেবান নিয়ন্ত্রিত এলাকাটির একজন মুখপাত্র বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেন। সহায়তার জন্য উদ্ধার কর্মীদের প্রদেশটিতে প্রবেশের অনুমতি দিতে তালবানের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় সরকার। তবে এক বিবৃতিতে তালেবান জানায়, নিজেদের কর্মী ব্যবহার করে উদ্ধার ও ত্রাণ কাজ চালাচ্ছেন তারা। এদিকে, তুরস্কের দক্ষিণাঞ্চলে দাবানলে প্রাণ হারিয়েছে অন্তত ৩ জন। কর্তৃপক্ষ জানায়, দেশটির ১৭ টি প্রদেশে এই সপ্তাহে অন্তত ৬০টি দাবানল ছড়িয়ে পড়ে। এর মধ্য বেশ কয়েকটি নিয়ন্ত্রণে এলেও সক্রিয় অন্তত ১৭ টি দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। এছাড়া লেবাননের উত্তরাঞ্চলে দাবানলে মারা গেছে এক দমকল কর্মী। দাবানল নিয়ন্ত্রণে সাইপ্রাসের সহায়তা চেয়েছে দেশটির সরকার। অন্যদিকে অস্বাভাবিক তুষার পাত শুরু হয়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে। ভারি তুষারপাতে ঢেকে গেছে বেশ কয়েকটি এলাকা।